রাজনৈতিক দলে ৩৩ ভাগ নারী অন্তর্ভুক্তকরণের দাবিতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
রাজনৈতিক দলে ৩৩ ভাগ নারী অন্তর্ভুক্তকরণের দাবিতে আজ সোমবার রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত। ছবি : এনটিভি

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নারীর রাজনৈতিক ক্ষমতা নিশ্চিতে সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটিতে ৩৩ ভাগ নারীকে অন্তর্ভুক্তকরণের দাবিতে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ জাতীয় ও স্থানীয় নির্বাচনে নারীর সমপরিমাণ মনোনয়ন দেওয়ার দাবি তোলা হয় মানববন্ধনে।

আজ সোমবার বেলা ১১টায় নগরীর প্রেসক্লাবের সামনে অপরাজিতা নেটওয়ার্ক নামের একটি সংগঠনের আয়োজনে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তব্য দেন রংপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজলি বেগম, জেলা পরিষদ সদস্য পারভীন আক্তার, সংগঠনের সভাপতি রত্না পারভীরনসহ একাধিক নারী নেত্রী।

এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক দলে নির্দিষ্ট ফরমে চাঁদা দিয়ে নারীদের সদস্যপদ নিশ্চিত করতে হবে। প্রতিটি দলের জেলা ও উপজেলা কমিটিতে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তি ছাড়াও কমপক্ষে একটি সহসভাপতি বা যুগ্ম সম্পাদক পদ দেওয়ার দাবি জানান বক্তারা। এ ছাড়াও স্থানীয় নির্বাচনে কেবলমাত্র প্রতীকী অংশগ্রহণ নয়, নারীর প্রত্যক্ষ অংশগ্রহন নিশ্চিত করারও দাবি জানান বক্তারা।