রাজশাহীতে করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আট জন এবং উপসর্গ নিয়ে ছয় জন মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ হওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৬৬ জন। আর, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৭ জন। হাসপাতালের ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে বর্তমানে রোগী ভর্তি আছে ৫২৭ জন।

এদিকে, জেলা সিভিল সার্জন অফিস থেকে পাঠানো তথ্যে জানা গেছে, গতকাল শুক্রবার জেলায় ৭৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬৩ জনের করোনা পজিটিভ এসেছে। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্তের হার ১৯ দশমিক ৫৯ শতাংশ।