রাজশাহীতে পাউবোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের বিক্ষোভ
রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পওর বিভাগ থেকে দুর্নীতির অভিযোগে বদলি হওয়া সাবেক নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী রাজশাহী পাউবোর সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুর্নীতিবাজ ওই কর্মকর্তার অপকর্ম আড়াল করে তাকে বাঁচানোর চেষ্টা চালানো হয়েছে বলে সমাবেশ থেকে অভিযোগ করেছেন বক্তারা।
বক্তারা বলেন, পাউবো পওর বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম ২০১৯-২০২০ অর্থ বছরে দরপত্রে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন। সে সময় বিষয়টি বুঝতে পেরে ঠিকাদাররা প্রতিবাদ করেন। সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও পাউবোর মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের শৃঙ্খলা বিভাগ থেকে পর্যায়ক্রমে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুটি তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে দাখিল করা হয়। তবে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলমকে রক্ষায় দুই দফা তদন্ত প্রতিবেদন বাতিল করে তৃতীয় দফা কমিটি গঠন করা হয়। এ দফায় পাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমানকে প্রধান করা হয়। তবে মাহফুজুর রহমান অনৈতিকভাবে প্রহসনের মাধ্যমে অধিনস্ত কিছু কর্মকর্তা-কর্মচারিকে দায়ি করে অভিযুক্ত প্রকৌশলী কোহিনুর আলমকে অব্যাহতির সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ফলে পানি উন্নয়ন বোর্ডের মান ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ করেন ঠিকাদাররা।
ঠিকাদাররা দাবি করেন, অভিযুক্ত ঠিকাদারকে অভিযোগ থেকে বাঁচানোর জন্য তৃতীয় দফা তদন্তে মনগড়া প্রতিবেদন দাখিল করা হয়েছে।
ঠিকাদাররা জানান, পানি উন্নয়ন বোর্ডে এমন দুর্নীতিবাজ ঠিকাদার থাকলে পাউবোর কাজের কোনো মান থাকবে না। পছন্দের ঠিকাদারদের মাধম্যে কাজ না করেই সরকারি টাকা লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হবে। তাই অবিলম্বে নতুন তদন্ত কমিটি গঠন করে সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান ঠিকাদাররা। একইসঙ্গে তৃতীয় দফায় তদন্তের দায়িত্বে থাকা পাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুরের বিরুদ্ধে তদন্তের দাবি জানান।
ঠিকাদাররা দাবি করে জানান, এই মাহফুজুর রহমান কুড়িগ্রাম থাকাকালীন সেখানে ব্যাপক অনিয়ম করেছেন।
রাজশাহী পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন প্রকৌশলী খাজা তারেক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক জামাত খান, পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের যুগ্ম আহ্বায়ক মুঞ্জর মোর্শেদ, আসাদুল্লাহ জাহাঙ্গীর, প্রচার সম্পাদক নূর-এ আলম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, গোলাম নবী, দপ্তর সম্পাদক কেএম জোয়ায়েদ, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির উপদেষ্টা সাইফুল ইসলাম রাজু, ঠিকাদার সাজ্জাদ হোসেন ও বাবলুর রহমান।