রাজশাহীতে মাদক প্রতিরোধে সামাজিক ঐক্যের আহ্বান
রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান।
সভায় বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মামুদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভুইয়া, রাজশাহী বিজিবির অধিনায়ক কর্নেল সাব্বির আহমেদ, রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. ফারুক হোসেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, র্যাব-৫-এর উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
সভায় স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, “সংবিধানের ১৮ নম্বর অনুচ্ছেদে মাদক নিয়ন্ত্রণের মূলনীতি আছে। এ মূলনীতি এবং আন্তর্জাতিক কনভেনশনগুলোর রূপরেখা বাস্তবায়নে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’ প্রণীত হয়েছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে দেশের সীমান্ত এবং উপকূলীয় এলাকায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল জোরদার করা অত্যন্ত জরুরি।”
জেলা প্রশাসক আশা করেন, নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে দেশে মাদকদ্রব্যের বিস্তার রোধ সম্ভব হবে এবং দেশের যুবসমাজ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাবে।