রাজশাহীতে হাত-পা বাঁধা বৃদ্ধার লাশ উদ্ধার

Looks like you've blocked notifications!
রাজশাহীর চারঘাট উপজেলায় নিজ শয়নকক্ষে এক বৃদ্ধা নিহতের ঘটনায় আটক স্বামী বেল্লাল। ছবি : এনটিভি

রাজশাহীর চারঘাট উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার স্বামী বেল্লালের কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহত বৃদ্ধার নাম রেহেনা বেগম (৮০)। তিনি উপজেলার অনুপমপুর গ্রামের বেল্লাল হোসেনের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়,  প্রতিদিনের মতো বেল্লাল ও তাঁর স্ত্রী রেহেনা বেগম রাতের খাবার শেষে ঘুমাতে যান। আজ মঙ্গলবার সকালে বেল্লালের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটি এসে দেখেন তাঁর ঘরের খাটের উপর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রেহেনা বেগমের লাশ পড়ে আছে। স্বামী বেল্লাল জানান, কে বা কারা তাঁর স্ত্রীকে মেরে ফেলেছে।

সংবাদ পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ রেহেনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ সময় বেল্লালের কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেহেনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’