রাজশাহীর করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনা পজিটিভ হয়ে দুইজন ও উপসর্গ নিয়ে দুইজন মারা যান। এদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও কুষ্টিয়ার একজন।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ১৭ জন। এ নিয়ে হাসপাতালের ২৪০টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে রোগী ভর্তি আছে ১১৪ জন।