পৌর নির্বাচনে নাশকতা

রাজশাহী বিএনপির ৭৮ নেতাকর্মীকে হাইকোর্টের জামিন

Looks like you've blocked notifications!

রাজশাহীর পবা উপজেলার নওহাটা ও কাটাখালী পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে পুলিশের করা মামলায় জেলা বিএনপির সভাপতি আরিফুল হকসহ ৭৮ নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে রাজশাহী জেলা আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। 

পৃথক পৃথক জামিন আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে বিএনপির নেতাকর্মীদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল, সঙ্গে ছিলেন মাহফুর মিলন।

ব্যারিস্টার কায়সার কামাল এনটিভি অনলাইনকে বলেন,  সম্প্রতি অনুষ্ঠিত হওয়া রাজশাহীর পবা উপজেলার  নওহাটা ও কাটাখালী পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে পুলিশের করা দুটি মিথ্যা মামলায় জেলা বিএনপির সভাপতিসহ ওই এলাকার ৭৮ জন নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত। এ মামলাগুলো ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির নেতারা যেন নির্বাচনের সময় এলাকা থাকতে না পারেন সে জন্য এ সব মামলা দায়ের করা হয়। আদালত শুনানি শেষে আাগাম জামিন দিয়েছেন।