রাজাপুরে জঙ্গি সংগঠনের সদস্য আটক
ঝালকাঠির রাজাপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. রেদোয়ান করিমকে (২২) আটকের দাবি করেছে র্যাব। আজ রোববার ভোর ৬টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তাঁরাবুনিয়া এলাকা থেকে ঢাকার র্যাব-৩-এর সদস্যরা তাঁকে আটক করে।
আটক হওয়া রেদোয়ান ওই এলাকার হাফেজ মাহমুদ হোসেনের ছেলে। এ ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মাহে আলম আজ দুপুরে রেদোয়ানের বিরুদ্ধে রাজাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দাখিল করেছেন। পরে তাঁকে থানায় সোপর্দ করে র্যাব। তবে, সন্ত্রাসবিরোধী আইনে মামলা করতে জেলা প্রশাসকের অনুমতির প্রয়োজন হয়, তাই বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা।
অভিযোগ সূত্রে জানা যায়, র্যাব-৩ টিকাটুলি ক্যাম্পের গোয়েন্দা তথ্য মতে তাঁরা জানতে পারেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য রাজাপুর উপজেলায় অবস্থান করছেন। তাঁদের একটি বিশেষ দল আজ ভোরে ঢাকা থেকে এসে রেদোয়ানকে তাঁর এলাকা থেকে আটক করে।
আটকের সময় রেদোয়ানের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি মোবাইলের অ্যাপ ব্যবহার করে বেনামি আইডি খুলে জঙ্গি সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদান করতেন । বেনামি আইডি থেকে জঙ্গিবাদী ভিডিও, পিডিএফ, বার্তা, পোস্ট, লাইক, শেয়ার করতেন।
রাজাপুর থানার পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, 'র্যাবের অভিযোগে রেদোয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা করা হলে তাঁকে ঝালকাঠি আদালতে পাঠানো হবে। তাঁর বিরুদ্ধে ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোনের অ্যাপস ব্যবহার করে সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।'