রাজেন্দ্রপুর সেনানিবাসে দ্বিপক্ষীয় অনুশীলন শুরু
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং-বিপসটে দ্বিপক্ষীয় অনুশীলন শুরু হয়েছে। আজ রোববার বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ উদ্যোগে এ অনুশীলন শুরু হয়।
এক্সারসাইজ টাইগার লাইটনিং-৩ শীর্ষক এ অনুশীলন চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
দ্বিপক্ষীয় অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড মেজর জেনারেল মাইকেল ই সেন্ট সেল ও অ্যাডজুটেন্ট জেনারেল ওরিগন ন্যাশনাল গার্ড এবং বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান পরে বক্তব্য দেন।
আয়োজকেরা জানিয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত এ অনুশীলনে অংশগ্রহণকারীদের প্রতিকূল নিরাপত্তা পরিবেশে পরিস্থিতির সঠিক মূল্যায়ন এবং কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও আকস্মিক চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত ব্যবস্থাগ্রহণে দক্ষ করে গড়ে তোলা হবে।