রাণীনগরে হামলার অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন
নওগাঁর রানীনগর সদর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নেতারা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।
বক্তব্যে বলা হয়, আজ সকাল ১০ টায় রাণীনগর সদর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলনে প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচনে কাউন্সিল অধিবেশন চলছিল। এ সময় আওয়ামী লীগকর্মী ও সমর্থক ৪০ থেকে ৫০ জন লাঠি নিয়ে হামলা করে। হামলায় অন্তত ১৫ জন বিএনপির নেতাকর্মী আহত হন। এ সময় চেয়ার-টেবিল ভাঙচুর করেন।
আহত নেতাকর্মীদের মধ্যে রানীনগর উপজেলার গোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মোহন ও রানীনগর সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবেদ আলী গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হামলার পর আহত বিএনপির নেতাকর্মীরা রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে আওয়ামী লীগের কর্মীরা সেখানেও তাদের ওপর হামলা চালায়। বাধ্য হয়ে আহত নেতাকর্মীরা সদর হাসপাতাল ও নওগাঁ শহরে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু অভিযোগ করেন, হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে রাণীনগর সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের উপনির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী শেখ রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল বলেন, ‘বিএনপির সমাবেশে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে হামলার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি শুনলাম, পদ পাওয়া নিয়ে বিএনপির নেতাদের নিজেদের মধ্যকার কোন্দলের জেরে তারা নিজেরাই মারামারি করে চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। আওয়ামী লীগের কর্মীদের সেখানে হামলা চালানোর প্রশ্নই আসে না।’
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘মামলা না নেওয়ার অভিযোগের বিষয়টি সঠিক নয়। আজ দুপুরে রাণীনগর সদর ইউনিয়নের কাউন্সিল অধিবেশন ঘিরে বিএনপির কর্মীদের নিজেদের মধ্যে সামান্য হট্টগোলের কথা শুনেছি। তবে, থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি।’