রাবি শিক্ষককে হেনস্তাকারী শিক্ষার্থী গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আইন বিভাগের শিক্ষককে হেনস্তাকারী শিক্ষার্থী আশিক উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন।
আনোয়ার আলী তুহিন বলেন, ‘আইন বিভাগের শিক্ষার্থী আশিক উল্লাহ ফেসবুকে বিভিন্ন মানহানিকর ও অপত্তিকর পোস্ট করে আসছিল। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে নিয়ে আপত্তিকর মন্তব্য ও তাকে শ্রেণিকক্ষে হেনস্তার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়।’
ওসি আরও বলেন, ‘ভুক্তভোগী শিক্ষক নিজে বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। আজ বিকেল সাড়ে চারটার দিকে অভিযুক্ত আশিক উল্লাহকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় সোপর্দ করেছে। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।’
আজ বুধবার বেলা ১১টার দিকে আইন বিভাগের এক শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন একই বিভাগের মাস্টার্সের ছাত্র আশিক উল্লাহ। এ ঘটনার পর তার বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করেন বিভাগের শিক্ষার্থীরা। পরে আজ দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন৷