রামগঞ্জে জ্বর-শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু, ৫ পরিবার লকডাউন

Looks like you've blocked notifications!

জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে মৃত সন্দেহে গতকাল মঙ্গলবার দুপুরে মৃত ওই বৃদ্ধের বাড়ির পাঁচটি পরিবারকে লকডাউন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বেলা ১১টার দিকে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় রক্তের নমুনা সংগ্রহ করে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। কিন্তু ভর্তি না করে স্বজনরা গোপনে বাড়ির দিকে নিয়ে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু হয়। এর পর থেকেই রামগঞ্জ উপজেলার মধ্য দরবেশপুর গ্রামে ওই বৃদ্ধের বাড়ির পাঁচটি পরিবার লকডাউন করে রাখা হয়েছে। 

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রওশন জামিল জানান, নিহত ব্যক্তির জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট ছিল। হাসপাতালে ভর্তি না করে স্বজনরা গোপনে বাড়ি নেওয়ার পথে তিনি মারা যান। পরে ওই বাড়ির পাঁচটি পরিবারকে লকডাউন করা হয়েছে। করোনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত ওই বাড়ি লকডাউনে থাকবে।