রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় শ্রমিকদের বিক্ষোভ
৯ দিনের মজুরি ও মানসম্মত খাবারের ব্যবস্থার দাবি এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় লকডাউনের মধ্যেই ভারতে ফিরে যেতে চেয়ে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়েকশ শ্রমিক বিক্ষোভ করেছে।
ওই কেন্দ্রের কাজে নিযুক্ত ভারতীয় শ্রমিকদের মধ্য থেকে প্রায় ৪০০ শ্রমিক আজ সোমবার সকাল ৯টার দিকে এসব দাবিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রাচীরের মূল গেট থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। এ সময় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসার পর স্থানীয় প্রশাসন তাদের কেন্দ্রে ফিরিয়ে নিয়ে যায়।
বিকেল সোয়া ৩টার দিকে বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশিদ ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় তাদের কেন্দ্রের ভেতরে নিয়ে গিয়ে তাদের মধ্য থেকে পাঁচজনসহ সংশ্লিষ্টদের নিয়ে আলোচনায় বসেন। বিকেল সাড়ে ৪টায় বৈঠক শেষ হয়।
বৈঠকে শ্রমিকদের বকেয়া নয় দিনের বেতন পরিশোধ, যে কয়দিন শ্রমিকরা সেখানে থাকবেন তাদের ভালো খাবার পরিবেশন ও স্বল্প সময়ে তাদের ভারতে যাওয়ার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্তে আন্দোলনরত শ্রমিকরা শান্ত হয়।
এ বিষয়ে বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে নিয়েছে। ফলে শ্রমিকরা তাদের ব্যারাকে ফিরে গেছে। এ ছাড়া যারা ভারতে চলে যেতে চায় দ্রুত সময়ের মধ্যে তাদের পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এক হাজার ৮০২ জন বিদেশি কর্মী রয়েছে। এর মধ্যে চীনের ২১ জন ও এক হাজার ৩৪৪ জন ভারতীয়।