রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

Looks like you've blocked notifications!
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় তিন বাহিনীর প্রধানরা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি : আইএসপিআর

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় তিন বাহিনীর প্রধানরা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।

বৈঠকে তাঁরা রাষ্ট্রপতিকে সেনা, নৌ ও বিমান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিন বাহিনীর প্রধানরা করোনার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিসহ তাদের কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান।

মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের কার্যক্রমের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

করোনা মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি আশা করেন যে ভবিষ্যতেও তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পরে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (যুগ্ম) মো. ওয়াহিদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।