রাহাত হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
আবিদ হাসান রাহাত হত্যা মামলার প্রধান আসামি জোবায়ের হাসান। ছবি : এনটিভি

কিশোরগঞ্জে শিক্ষার্থী আবিদ হাসান রাহাত হত্যা মামলার প্রধান আসামি জোবায়ের হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নেত্রকোনার খালিয়াজুড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

নিহত আবিদ হাসান রাহাত জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের আউটপাড়া গ্রামের আনোয়ারুল হকের ছেলে।

পুলিশ সুপার জানান, পারিবারিক বিরোধ থেকে চাচা আনোয়ারুল হকের প্রতি ক্ষোভ ছিল। সেই ক্ষোভের জেরে চাচাতো ভাই রাহাতকে গত ২১ সেপ্টেম্বর বিকেলে জেলা শহরের উকিলপাড়া এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় নৃশংসভাবে হত্যা করে জোবায়ের। হত্যার পর থেকে সে পলাতক ছিল।

এর পরের দিন চারজনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন নিহত রাহাতের মা মাহমুদা সুলতানা। মামলা দায়েরের পর থেকে পুলিশের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।