রিমান্ড শেষে আরজে নিরব কারাগারে
রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিক্রয় বিভাগের প্রধান হুমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ জহিরুল ইসলাম এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৮ অক্টোবর লালবাগ থানার মামলায় আরজে নিরবকে এক দিনের রিমান্ড দেন আদালত। সে রিমান্ড শেষ হলে আজ আরজে নিরবকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন।
এদিকে একই মামলায় কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া দুই দিনের রিমান্ডে আছেন। ১৮ অক্টোবর তাঁর রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার নথি থেকে জানা গেছে, গত ৬ অক্টোবর লালবাগ থানায় মামলাটি দায়ের করেন রিয়াজ উদ্দিন আহমেদ নামের এক ব্যক্তি। মামলায় তিনি অভিযোগ করেন, তিনি ও তাঁর তিন বন্ধু পণ্য কেনার জন্য কিউকমকে ৬৫ লাখ ৭৩ হাজার ৫৩৩ টাকা দেন। কিন্তু, কিউকম তাদের পণ্য সরবরাহ করেনি।
এরপরে গত ৮ অক্টোবর আরজে নিরবকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তেজগাঁও থানার মামলায় নিরবের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে একদিনের রিমান্ড দেন আদালত।