রির্টানিং কর্মকর্তা নিরপেক্ষ নন : তৈমূর

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার আজ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ‘রির্টানিং কর্মকর্তা নিরপেক্ষ নন’ বলে অভিযোগ তুলেছেন। তাঁর কাছে অভিযোগ করেও কোনো কাজ হয় না, বলেছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে নগরীর মিশনপাড়া সোনারগাঁও ভবনের সামনে সংবাদ সম্মেলনে তৈমূর আলম খন্দকার এ কথা বলেন।

তৈমূর বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবীর নানক তাঁকে বলেছেন-ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। এখন আমার (তৈমূর)নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করে সেই ঘুঘুর ফাঁদ দেখানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘অন্তত ৪০ জন নেতাকর্মীর বাড়িতে পুলিশ হানা দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘রির্টানিং অফিসার নিরপেক্ষ নন। তার কাছে অভিযোগ করেও কাজ হয় না।’
সংবাদ সম্মেলনে রেশমি নামে এক নারী অভিযোগ করেন,  ‘গত রাতে বাসায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁর স্বামী আশরাফকে তুলে নিয়ে যায়।  এখনও তার খোঁজ পাওয়া যাচ্ছে না।’