রুয়েটের বাসচালক হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস চালক আবদুস সালামকে (৫৫) হত্যার ঘটনায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রাজশাহী দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক অনুপ কুমার আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ রায় দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, এ মামালার আরও দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচারকাজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলমান রয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন রাজশাহী নগরীর মতিহার থানার বাজেকাজলা মহল্লার সাব্বির হোসেন, একই এলাকার নূর নবী হোসেন, কাজলা বিলপাড়া এলাকার সানোয়ার হোসেন ও সোহেল রানা।
আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, ‘আদালতে রুয়েটের বাস চালক আবদুস সালাম হত্যা মামলার রায় হয়েছে। এতে চার জন প্রাপ্তবয়স্ক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া দুই কিশোর আসামির বিচারকাজ এখনও শেষ হয়নি।’
একটি মারামারির ঘটনা মিমাংসা না হওয়ার জের ধরে ২০১৮ সালের ২৩ এপ্রিল রাতে রুয়েট সংলগ্ন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের পাশে বাসচালক আবদুস সালামকে কুপিয়ে আহত করা হয়। সালামের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। তখন চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন নিহত আবদুস সালামের বড় ছেলে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নগরীর মতিহার থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার চার দিন পর এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়।