রেকর্ড ভেঙে উষ্ণতম বছর হতে পারে ২০২০, আশঙ্কা গবেষকদের
চলতি বছরের শুরু থেকেই নভেল করোনাভাইরাসের প্রকোপে স্বাভাবিক ছন্দ হারিয়েছে গোটা বিশ্ব। এরই মাঝে নতুন আশঙ্কার কথা জানালেন বিশেষজ্ঞরা। মার্কিন সমুদ্র ও বায়ুমণ্ডল বিশারদদের গবেষণা থেকে উঠে আসা তথ্য অনুযায়ী, ২০২০ উষ্ণতম বছরের রেকর্ড গড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের হাত ধরে সারা বিশ্বের মানুষই হয়তো ২০২০ সালকে আজীবন ভয়ঙ্করতম স্মৃতি হিসেবে ভুলে যেতে চাইবেন। একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে এ বছর একাধিক ভয়াবহতার আবহ তৈরি হয়েই চলেছে। সারা দেশব্যাপী করোনার প্রাদুর্ভাবের মাঝেই ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা, আর লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের উপকূলবর্তী একাধিক জেলা। এর মাঝেই বিজ্ঞানীদের আশঙ্কা, এ বছর যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাতে এ বছরটি উষ্ণতম বছরেরেও রেকর্ড গড়তে পারে।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের একদল বিশেষজ্ঞের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এভাবে উষ্ণতা বৃদ্ধির সর্বাধিক প্রভাব পড়তে পারে উত্তর গোলার্ধে। প্রতিবেদনে আরো পূর্বাভাস দেওয়া হয়, সামনের সপ্তাহগুলোতে ভারত-বাংলাদেশে তাপপ্রবাহ বাড়বে। এদিকে কয়েকদিন আগেই এ দুই দেশের ওপর তীব্র আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একাধিক জেলা এবং ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্য।
অবশ্য চলতি বছর শুরুর আগে থেকেই, বিজ্ঞানীরা আশঙ্কা করেছিলেন এ বছর সর্বাধিক উষ্ণতার বিবেচনায় আগের সব রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে। এ বছর গত চার বছরের সর্বাধিক উষ্ণতার রেকর্ড ভাঙার ৫০ থেকে ৭০ শতাংশ আশঙ্কা আছে বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। মার্কিন সমুদ্র ও আবহাওয়া বিজ্ঞানীদের মতে এ আশঙ্কা প্রায় ৭৪ শতাংশ।