রোহিঙ্গানেতা মুহিবুল্লাহর মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের শোক
মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন রোহিঙ্গা সম্প্রদায়ের শীর্ষনেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যায় গভীর শোক প্রকাশ করেছেন।
গতকাল বুধবার অজ্ঞাত বন্দুকধারীরা কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্পে মুহিবুল্লাহকে (৫০) গুলি করে হত্যা করে।
রবার্ট আর মিলার টুইটে বলেছেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকারের একজন সাহসী চ্যাম্পিয়ন মোহাম্মদ মুহিবুল্লাহকে হত্যায় দুঃখিত ও বিচলিত।’
মার্কিন রাষ্ট্রদূত মুহিবের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আশা করেন যে, এই হত্যাকাণ্ডের অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
ব্রিটিশ হাইকমিশনার ডিকসন বলেন, আরাকান রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তি এবং মানবাধিকার রক্ষার নেতা মুহিবের হত্যায় তিনি মর্মাহত ও শোকাহত।
ডিকসন টুইটে বলেন, ‘তার পরিবার, বন্ধু এবং রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য এটি একটি মর্মান্তিক ক্ষতি। আমার আন্তরিক সমবেদনা।’
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাসও টুইট করে বলেছে যে, রোহিঙ্গানেতা ও মানবাধিকার কর্মীর ‘হত্যা’ একটি দুঃখজনক ঘটনা।
দূতাবাস বলেছে, ‘আমরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা আশা করি, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনতে কর্তৃপক্ষ সফল হবে।’