লকডাউন বাস্তবায়নে পিরোজপুরে কঠোর প্রশাসন
পিরোজপুরে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। লকডাউন বাস্তবায়নে আজ বৃহস্পতিবার সকাল থেকে পিরোজপুরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে মাঠে তৎপর রয়েছেন। পাশাপাশি জেলায় চার প্লাটুন সেনা সদস্য ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শহরের প্রায় সব দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তাঘাটে মানুষ চলাচল একেবারেই সীমিত। তবে মাঝে মধ্যে এলাকাভিত্তিক ছোট ছোট রাস্তাগুলোতে দুই-একটি রিকশা চলতে দেখা গেছে।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, জেলায় চার প্লাটুন সেনা এসে পৌঁছালেও দুই প্লাটুন বিজিবি এখনও এসে পৌঁছেনি।
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। জেলা স্বাস্থ্য বিভাগের মতে, জেলায় নয় হাজার ৭২৮টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ১৪২ জন করোনা পজিটিভ হয়েছে। এদের মধ্যে ৩৮ জন মারা গেছে এবং এক হাজার ৬৭২ জন সুস্থ হয়েছে। জেলায় মোট আক্রান্ত ৪৩৬ জন। বর্তমানে সংক্রমণের হার ৩৫ শতাংশ। পিরোজপুরে ৩১ শয্যা বিশিষ্ট করোনা ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা রয়েছে।