লকডাউন বাড়িয়েও নাটোরে কমছে না করোনা

Looks like you've blocked notifications!
নাটোরে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফা লকডাউনের দ্বিতীয় দিন চলছে। ছবি : এনটিভি

দ্বিতীয় দফা লকডাউনের মেয়াদ বাড়িয়েও নাটোরে কমানো যাচ্ছে না করোনার সংক্রমণ। সবশেষ ২৪ ঘণ্টার হিসাবে নাটোর জেলায় আক্রান্তের গড় হার ৫১ শতাংশ।

আজ বৃহস্পতিবার শেষ হিসাব অনুযায়ী ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। অন্যসব উপজেলা থেকে সদর উপজেলায় পরীক্ষা বিবেচনায় এ হার আরও ঊর্ধ্বমুখী। সদর উপজেলায় ৭৬ শতাংশ এবং সিংড়ায় ৫০ শতাংশ।

তবে নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটে কমেছে রোগীর সংখ্যা। চিকিৎসার জন্য অনেকেই রাজশাহী, ঢাকা ও বগুড়ায় চলে যাওয়ায় ৫০ শয্যার বিপরীতে আজ সকাল পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে ৪৪ জন।

আজ সকাল থেকে সরেজমিনে দেখা গেছে, শহরের বিভিন্ন স্থানে পুলিশ অবস্থান নিয়েছে। তবু ঠেকানো যাচ্ছে না মানুষের চলাচল। জেলায় আজ দ্বিতীয় দফা লকডাউনের দ্বিতীয় দিন চলছে।