লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি, আহত ১০

Looks like you've blocked notifications!

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, ফজু মিয়ারহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে বুধবার সন্ধ্যায় চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্‌বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মিজানুর রহিম। বিশেষ অতিথি ছিলেন কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্নাসহ জেলা ও উপজেলার নেতারা।

সম্মেলনের শেষের দিকে সাধারণ সম্পাদক পদে ভোটের আহ্বান করেন নেতারা। এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী সবুজ খান, ওমর ফারুক ও বেলাল হোসেনের সমর্থকেরা স্লোগান দেন। এ নিয়ে তিন পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আধঘণ্টা ধরে চলা এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার বলেন, ‘সম্মেলনে কিছু নেতাকর্মীদের মধ্যে রাগারাগি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ সোলাইমান।