লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১৫

Looks like you've blocked notifications!
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার নন্দপুর এলাকায় এরশাদ হোসেন সড়কে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। ছবি : এনটিভি

লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে পুলিশ।

আজ শনিবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে রামগঞ্জ পৌরসভার নন্দপুর এলাকায় এরশাদ হোসেন সড়কে এ ঘটনা ঘটে। হামলার জন্য একে অপরকে দুষছে আওয়ামী লীগ ও বিএনপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ দফা দাবিতে বিএনপি নেতাকর্মীরা পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঘটনাস্থলে জড়ো হন। এ সময় হঠাৎ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। একপর্যায়ে দুপক্ষের লোকজন সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এতে ছাত্রলীগ নেতা শেখ রাসেল, ফরিদ, রিয়াদ হোসেন, মো. মিরাজ, সোহেল, সবুজ হোসেন, বাবু এবং বিএনপির আবদুর রহমান ও ফারুক হোসেনসহ উভয় পক্ষের ১৫ নেতাকর্মী আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

হামলার অভিযোগ করে উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু বলেন, ‘আমাদের ইফতার বিতরণ কর্মসূচি ছিল। সেখানে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ১০ নেতাকর্মী আহত হয়েছে।’

অন্যদিকে, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আওয়ামী লীগ পরিকল্পিতভাবে রামগঞ্জে হামলা চালিয়েছে। সামনে আরেকটি নির্বাচনের সময় এসেছে। এ জন্য তারা পুলিশকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছে। এ হামলার নিন্দা জানাচ্ছি।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’