লক্ষ্মীপুরে আরো তিনজনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২২ জন

Looks like you've blocked notifications!

লক্ষ্মীপুরে আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলার দুইজন ও রামগঞ্জে একজন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, করোনা সন্দেহে ৪৫ জনের নমুনা চট্টগ্রামে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলে তিনজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে জেলায় একদিনেই ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আইইডিসিআরের নির্দেশনায় তাদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দিচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তবে, জেলার রামগঞ্জ ও রামগতিতে প্রথম ও দ্বিতীয় শনাক্তকৃত রোগীকে ঢাকার উত্তরায়  কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় মোট ২২ জন আক্রান্তের মধ্যে রামগঞ্জে ১৫ জন, সদর উপজেলায় তিনজন, কমলনগরে তিনজন ও রামগতিতে একজন রয়েছে।