লক্ষ্মীপুরে ডাকাতির মালামালসহ গ্রেপ্তার ৩
লক্ষ্মীপুরে ডাকাতি করে নিয়ে যাওয়া মালামালসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের তারেক হোসেন, একই গ্রামের মো. সবুজ ও মুরাদ রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের বাসিন্দা।
এর আগে গত ১৩ মার্চ সদর উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামে একটি ডাকাতির ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য ইয়াসিন আরাফাত তুষার থানায় লিখিত অভিযোগ করেন। এরপর গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, ডাকাতির ঘটনার অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার ৫০০ টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল, তিনটি আংটি, একটি চেইন, দুটি বিদেশি কম্বল, ৩২ ইঞ্চি এলইডি টিভি, একটি স্মার্টফোন, বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, ‘গ্রেপ্তার তিনজনের কাছ থেকে লুণ্ঠিত মালামাল জব্দ করা হয়েছে। উপযুক্ত প্রমাণ পেলে মালামালগুলো মালিকদের বুঝিয়ে দেওয়া হবে। গ্রেপ্তার তিনজনকেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’