লক্ষ্মীপুরে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় শাহাদাত হোসেন ও খোরশেদ আলম নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চারটি গুলি, পাঁচটি গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নিহত শাহাদাত উপজেলার দর্জিপাড়ার আবু তাহেরের ছেলে এবং খোরশেদ বড়ইতলা গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।
পুলিশ জানায়, গভীর রাতে গুলির আওয়াজ শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। এ অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গুলিবিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ওই দুই যুবক নিহত হয়েছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।