লক্ষ্মীপুরে মাইক্রো-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৫

Looks like you've blocked notifications!
লক্ষ্মীপুরে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : এনটিভি

লক্ষ্মীপুরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরো একজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন (২৭), অটোরিকশার যাত্রী জামাল উদ্দিন, মো. হোসেন, রুনু আক্তার ও তাঁর শিশুসন্তান। শিশুটির নাম জানা যায়নি। এর মধ্যে হোসেন রাত ১০টার দিকে নোয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত রুবি আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, নিহত রুনু আক্তার, তাঁর শিশুসন্তান ও আহত রুবি আক্তার নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা। নিহত চালক লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর মজুপুর এলাকার বাসিন্দা।

চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন যাত্রী গুরুতর আহত হন। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান। হাসপাতালে নিলে আরো একজন নিহত হন। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত আরো একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।