লক্ষ্মীপুরে সনাকের দিনব্যাপী তথ্যমেলা
‘তথ্যই শক্তি, জানব জানাব, দুর্নীতি রুখব’-এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে দিনব্যাপী তথ্যমেলার আয়োজন করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজন ও লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেলায় ২৮টি স্টল বসিয়ে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক তথ্য প্রদর্শন করা হয়।
আজ সকালে প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বিদ্যালয়ের বিপুল শিক্ষার্থী অংশ নেয়।
সনাকের লক্ষ্মীপুর শাখার সভাপতি প্রফেসর জেড এম ফারুকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ, সিভিল সার্জন ডা. আহম্মদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার প্রমুখ।
দিনব্যাপী এ মেলায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, টিআইবি, জেলা তথ্য অফিস, সড়ক ও জনপথ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, পরিবার পরিকল্পনা বিভাগসহ ২৮ স্টল অংশগ্রহণ করে। শোভাযাত্রা শেষে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় স্টলগুলো থেকে বিষয়ভিত্তিক তথ্য উপস্থাপন করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।