লতিফ সিকিউরিটিজের কর্ণধার আব্দুল লতিফ মিয়ার ইন্তেকাল
লতিফ সিকিউরিটিজের চেয়ারম্যান ও বাংলাদেশ জামদানি অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব আলহাজ আব্দুল লতিফ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বুধবার তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আলহাজ আব্দুল লতিফ মিয়া আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এনটিভির সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফর রহমানের বাবা। আব্দুল লতিফ মিয়া মালয়েশিয়ার কেপিজে আমপাং পুতেরি বিশেষায়িত হাসপাতালে দুই মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
আব্দুল লতিফ মিয়ার মরদেহ মালয়েশিয়া থেকে দ্রুততম সময়ে দেশে আনা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে। মরদেহ দেশে আনার সময় নির্ধারণ হলে জানাজা, দাফনের সময় ও স্থান জানানো হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।