লবণের দাম বেশি চাইলে পুলিশকে জানানোর অনুরোধ

Looks like you've blocked notifications!
লবণ কিনতে দোকানে ক্রেতাদের ভিড়। ছবিটি রাজধানীর কাপ্তান বাজার থেকে তোলা। ছবি : স্টার মেইল

দেশের কোথাও লবণের দাম অতিরিক্ত চাওয়া হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশ অথবা জরুরি নম্বর ৯৯৯ জানাতে অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বলেছেন, লবণের মূল্য বৃদ্ধি পেয়েছে এমন একটি গুজব ছড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, দেশে ছয় লাখ টন লবণ মজুদ রয়েছে যা আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি। তাই, লবণের মূল্য বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।

 বিজ্ঞপ্তিতে আরো বলা হয, দেশের জনসাধারণকে গুজবে কান না দিতে ও বিভ্রান্ত না হতে অনুরোধ করা হচ্ছে। দেশের কোথাও লবণের অতিরিক্ত দাম চাওয়া হলে তাৎক্ষণিকভাবে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অথবা নিকটস্থ পুলিশকে জানান।

এদিকে আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য (ভোজন যোগ্য) লবণ মজুত রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছ চার লাখ পাঁচ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে দুই লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুদ রয়েছে।’

তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘দেশে প্রতি মাসে ভোজ্য লবণের চাহিদা প্রায় এক লাখ মেট্রিক টন। অন্যদিকে লবণের মজুদ আছে সাড়ে ছয় লাখ মেট্রিক টন। সে হিসেবে লবণের কোনো ঘাটতি নেই।’