লাইনে ত্রুটির কারণে সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনা, তদন্ত কমিটির ‘ধারণা’

রেললাইনে ত্রুটির কারণে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত ও আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত রেলের একটি তদন্ত কমিটি। পশ্চিমাঞ্চল রেল বিভাগের পাকশীর ডিআরএম অফিসের নির্দেশে এই তদন্ত কমিটি গঠিত হয়।
আগামীকাল রোববার তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন শেষে আগামী ১৯ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে জানিয়েছে তদন্ত কমিটির প্রধান ও পশ্চিমাঞ্চল রেলের (পাকশী বিভাগীয়) পরিবহন কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন।
রেল কর্মকর্তা বলেন, ‘তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগামীকাল আবার করবে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, কারো গাফলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত কমিটি প্রাথমিকভাবে ধারণা পেয়েছে রেললাইনে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’
গত বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগিতে আগুন লেগে যায়। এ ঘটনায় ট্রেনের চালকসহ অন্তত ১০ জন আহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ থাকে। ছয় ঘণ্টা পর বিকল্প পথে ট্রেন চলাচল শুরু হলেও গতকাল শুক্রবার রাত থেকে পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল পর্যায়ে দুটি এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে একটিসহ মোট তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।