লাইফ সাপোর্টে কবরী, দেশবাসীর কাছে দোয়া চাইলেন ছেলে

Looks like you've blocked notifications!
কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় তাঁকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, ‘উনার (কবরী) ফুসফুসের অবস্থা ভালো নয়, অক্সিজেন লেভেল ওঠানামা করছে।’

এদিকে কবরীর ছেলে শাকের চিশতী বৃহস্পতিবার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে জানিয়েছেন, মায়ের অবস্থা জটিল, এখন কথা বলার মতো অবস্থায় নেই।

তবে এক ভিডিও বার্তায় শাকের চিশতী জানিয়েছেন, ‘আমরা আশাবাদী, মা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন। তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।’

গত ৫ এপ্রিল সারাহ বেগম কবরীর করোনা পজিটিভ রিপোর্ট এলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল তাঁকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

সবর্শেষ কবরী সরকারি অনুদানের ‘এই তুমি সেই তুমি’ সিনেমা পরিচালনা করেছেন।