লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি রিমান্ডে
লালমনিরহাটের বুড়িমারীতে আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেনের (৪৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বিকেলে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল আদালত-৩-এর বিচারক ফেরদৌসী বেগম এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আবুল হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার সদস্যরা। পরে আবুল হোসেনকে লালমনিরহাট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহমুদুন্নবী।
গত ২৯ অক্টোবর বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ৩১ অক্টোবর একটি মামলা করেন। এরপর বিভিন্ন সময়ে মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নয়জনকে রিমান্ডে নেয় পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামিরা সবাই বুড়িমারী এলাকার বাসিন্দা।
নিহত সহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আবদুল ওয়াজেদ মিয়ার ছেলে। ঘটনার দিন বিকেলে সুলতান রুবায়াত সুমন নামের এক সঙ্গীসহ বুড়িমারী বেড়াতে যান তিনি। ওই দিন বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।