লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা : দুই পাচারকারী রিমান্ডে

Looks like you've blocked notifications!

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা ও মানবপাচারের ঘটনায় দুই মানবপাচারকারীকে চার দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মিজানুর রহমান আসামিদের হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

রিমান্ডকৃত আসামিরা হলেন- মাহবুবুর রহমান ও সাহিদুর রহমান।

এদিকে একই মামলায় গ্রেপ্তার পাচারকারী চক্রের অন্যতম মূল হোতা কামাল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। যে ২৬ জন বাংলাদেশিকে লিবিয়ায় হত্যা করা হয়েছে, তাঁদের মধ্যে অন্তত পাঁচজনকে তিনি পাঠিয়েছিলেন বলে মামলার সূত্রে জানা গেছে।

নথি থেকে জানা যায়, গত বৃহস্পতিবার লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহে (ত্রিপোলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে) কিছু মানবপাচারকারীর বন্দুক হামলায় কমপক্ষে ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জন নিহত হন। এ ঘটনায় আরো ১১ বাংলাদেশি আহত হন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ ঘটনার খবর জানিয়ে দাবি করেছে, লিবিয়ার একটি পাচারকারী পরিবার মৃত্যুর প্রতিশোধ নিতে ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করেছে।