লেক রোডে ঈদের বিকেল
ঈদুল ফিতরের বিকেল। রাজধানীর সংসদ ভবনের লেক রোড। মানুষে-মানুষে উৎসবের আমেজ। ব্যস্ততম এ শহরে ঈদের দিনের বিকেলটা পরিবারের সঙ্গে কাটাতে এখানে চলে এসেছে তারা। এই যেমন, মামুন বিল্লাহ। তিনি তার ছেলে-মেয়ে আর স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছেন।
কথা প্রসঙ্গে মামুন বললেন, ‘অফিশিয়াল ব্যস্ততার কারণে গ্রামে যেতে পারিনি। তাই ভাবলাম, কোথাও ঘুরে আসি। সেজন্য এখানে আসা। এখানে সংসদ ভবনের লেক আছে, চন্দ্রিমা উদ্যান আছে। সব মিলিয়ে এখানে আসা। ছেলে-মেয়েকে সংসদ ভবনও দেখালাম।’
শুধু মামুন নয়, সংসদ ভবনের লেক কিংবা চন্দ্রিমা উদ্যানে ঘুরতে এসেছেন হাজারও মানুষ। তাদের একজন শহিদুল ইসলাম। নতুন বিয়ে করেছেন। স্ত্রী নিয়ে ঘুরতে এসেছেন এখানে। শহিদুল বলেন, ‘ভালোই লাগছে। বউয়ের সঙ্গে বসে আছি। আশপাশের মানুষ দেখছি।’
চন্দ্রিমা উদ্যানে ছেলেকে নিয়ে ঘুরতে এসেছেন আব্দুর রহিম। তিনি বলেন, ‘সারাদিন বাসায় ছিলাম। ছেলে বলল, ঘুরতে যাবে। তাই এখানে নিয়ে এলাম। ভালোই লাগছে।’
বিকেল সাড়ে ৫টা। স্থান একই। লেক রোড। হঠাৎ বৃষ্টির বাগড়া। গত কয়েকদিনের গরমে অতিষ্ঠ অনেকে যেন ঠাঁই দাঁড়িয়ে থাকলেন। তারা ভিজবেন। নুরুল ইসলাম তার বন্ধুদের সঙ্গে এখানে এসেছেন। বললেন, ‘ভিজব। বৃষ্টি হোক দম ছেড়ে।’