লোক বেশি দেখাতে রাস্তায় সমাবেশ করতে চায় বিএনপি : নাছিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘১০ ডিসেম্বর সমাবেশে লোক বেশি দেখানো ও জনভোগান্তির ঘটানোর জন্য বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় সমাবেশ করতে চায়।’
আজ রোববার বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ঢাকায় সমাবেশে ৫০ হাজার থেকে এক লাখ বড় জোর দুই লাখ মানুষ আনতে পারে বিএনপি। এই উদ্দেশ্য না থাকলে ঢাকা শহরে বহু মাঠ আছে, সেগুলোর যেকোনো একটিতে তারা সমাবেশ করতে পারত।
বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্য নেতা নেই উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপির নেতারা ১০ ডিসেম্বর সরকারকে উৎখাতের হুমকি দিচ্ছেন। ১০ ডিসেম্বর থেকে নাকি বেগম খালেদা জিয়া দেশ পরিচালনা করবেন। যিনি এতিমদের টাকা মেরে খেয়ে সাজা ভোগ করছেন। আবার ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দুর্নীতির দায়ে কারাদণ্ডাদেশপ্রাপ্ত তাঁদের নেতা তারেক রহমান নাকি ১০ তারিখের পর বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব নেবেন। প্রকৃতপক্ষে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্য নেতা নেই। কোনো ভালো মানুষ নেই বলে তাঁরা সাজাপ্রাপ্ত নেতাদের নেতৃত্বে নিয়ে আসতে চান।’
নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির অপরাজনীতি আমাদের মোকাবিলা করতে হবে। তাঁরা অপপ্রচার চালিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। সাম্প্রদায়িক শক্তির মদদ নিয়ে তারা আবারও ক্ষমতায় যেতে চায়। তাদের অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে বোঝাতে হবে। বিএনপির অপশাসনের কথা মানুষকে স্মরণ করাতে হবে।’
রাজপথে থেকে বিএনপির অপরাজনীতিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে নাসিম আরও বলেন, মীর্জা ফখরুল প্রতিদিন মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি বলছেন, আমরা নাকি দেশ ছেড়ে পালাব। তাঁর উদ্দেশে বলতে চাই, আমরা বীরের জাতি। আওয়ামী লীগের কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তাঁরা লড়াই করতে জানে, পালাতে জানে না। জনগণের ওপর আঘাত এলে আমরা রাজপথে থেকে মানুষকে রক্ষা করব।’
সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত ফ্রান্স, ইংলান্ড ও জামার্নির মতো রাষ্ট্র আজকে কুপোকাত হয়ে পড়েছে। ইংল্যান্ড সরকার তার দেশের জনগণকে খাওয়ানোর জন্য দুই বেলা রেশনিং চালু করেছে। সেখানে বাংলাদেলের জনগণ তিন বেলা পেট পুরে খেতে পারছে। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ যথেষ্ট ভালো আছে। তার পরও বিএনপি-জামায়াত অপশক্তি অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের এসব অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। মানুষকে সঠিক তথ্য জানাতে হবে।’
নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, সংসদ সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
আজ দুপুর সাড়ে ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন (সাচ্চু)। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান।
নওজোয়ান মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য নওগাঁ সার্কিট হাউসে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিল পর্ব শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউন্সিল পর্ব চলছিল।