লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, দুজন আটক
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে পাচারের সময় পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ। ইয়াবা পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা ও সাড়ে ৭টার দিকে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার দুজন হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার বটতলী বাজারের ডেইলপাড়ার আবদুল্লাহ (২০) ও গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ছান্দিয়াপুরের বসনিয়াপাড়ার মো. শাখাওয়াত হোসেন (৩১)। আজ শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
লোহাগাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওসি জাকের হোসাইন মাহমুদ, থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে চট্টগ্রাম অভিমুখী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে সাত হাজার পিস ইয়াবাসহ শাখাওয়াতকে গ্রেপ্তার করে। এ সময় পাচারকাজে ব্যবহার করা একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
এক ঘণ্টা পর সাড়ে ৭টার দিকে একই স্থানে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করার পর আজ দুপুরে তাদের চট্টগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।