শতবর্ষী বটগাছে শতাধিক মৌচাক

Looks like you've blocked notifications!

শতবর্ষী বটগাছে শতাধিক মৌচাক। এ যেন এক মৌমাছি আর মৌচাকের মেলা। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রের এমন বিচিত্র দৃশ্য দেখতে ছুটে আসছেন দর্শনার্থীরাও। প্রতি শীতেই এখানে চাক বাঁধে মৌমাছিরা।

গারো পাহাড়ের গায়ে গায়ে লেগে থাকা শেরপুর ঘিরে অনিন্দ্য সুন্দর খেলা করে মৌমাছিরা। গজনী অবকাশ কেন্দ্রের নির্জনতায় মৌ আর মৌচাকের মেলা বসে প্রতি শীতে।

দিগন্তজুড়ে বিস্তৃত প্রকৃতির অবাধ্য স্বাধীনতায় এখানে বেড়ে ওঠে মৌমামির গুঞ্জরন। শত বছরের পুরানো গাছে প্রতি বছরই চাক বাঁধে ডাচ প্রজাতির মৌমাছি, এক গাছেই শতাধিক মৌচাক। এতো মৌচাক মুগ্ধতা ছড়ায় দর্শনার্থীদের মনে।

গজনী ঘেঁষে সন্ধ্যাকুড়ার মহারশী নদীর ওপর নির্মিত সেতুতেও অর্ধশতাধিক চাক বেঁধেছে মৌমাছির দল।

জীব বৈচিত্র্যকে অপার স্বাধীনতায় বেঁচে থাকতে দিতে, সবুজ বনায়ন  বৃদ্ধির প্রতিধ্বনিই যেন গুঞ্জরিত হয় এসব মৌমাছির গানে।