শতভাগ আসনে যাত্রী নিয়ে চলছে ট্রেন
নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৯ দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় এর আগে প্রজ্ঞাপন জারি করে আজ থেকে ট্রেন চলাচলের ঘোষণা দিয়েছিল।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, আগের স্বাভাবিক অবস্থার মতোই ঢাকা থেকে প্রতিদিন ২৫ জোড়া আন্তনগর এবং ১২ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল করবে। আর, সারা দেশ থেকে ৩৮ জোড়া আন্তনগর এবং ২০ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল করবে।
আজ ভোর পৌনে ৫টায় প্রথমে ময়মনসিংহের উদ্দেশে বলাকা কমিউটার ট্রেন ছেড়ে যায়। এর পর ৫টায় তুরাগ লোকাল, ৫টা ৪০ মিনিটে দেওয়ানগঞ্জ কমিউটার ছেড়ে যায়। প্রথম আন্তনগর ট্রেন হিসেবে সকাল ৬টা ২০ মিনিটে সিলেটের উদ্দেশে পারাবত এক্সপ্রেস ছেড়ে যায়।