শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মাননা

Looks like you've blocked notifications!
মাদারীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। ছবি : এনটিভি

মাদারীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। আজ রোববার (২৬ মার্চ) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।

জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা (উপসচিব) শ্রীনিবাস দেবনাথ।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় বক্তারা তাঁদের বক্তব্যে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধারা যেভাবে অবদান রেখেছিলেন তা তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মুনির চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘আমি মুক্তিযোদ্ধাদের দেখার মধ্যে বঙ্গবন্ধুর ছায়া দেখতে পাই। এ দেশ এনেছে মুক্তিযোদ্ধারা, দেশ গড়ে দিয়েছেন মুক্তিযোদ্ধারা। আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের জাগিয়ে তুলেছেন।’

এ সময় প্রধান অতিথি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা নানাভাবে মুক্তিযোদ্ধারের সম্মানিত করার চেষ্টা করেছেন এবং মুক্তিযোদ্ধাদের সমাজে প্রতিষ্ঠিত করেছেন। আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষের ভরসা। বাংলাদেশকে তিনি উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করেছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আয়শা সিদ্দিকী মুন্নি, নাঈম খান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মাওলা আকন্দ, জেলা পরিষদের সাবেক সদস্য মান্নান লস্কর প্রমুখ।