শত্রুতা করে পানের বরজে আগুন, প্রতিবাদে মানববন্ধন

Looks like you've blocked notifications!

নড়াইলে শত্রুতার জেরে পানের বরজে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নড়াগাতি উপজেলার মাউলি ইউনিয়নের ঘষিবাড়িয়া গ্রামে গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে অপরাধীদের বিচার দাবিতে আজ শনিবার বেলা ১১টায় ক্ষতিগ্রস্ত ক্ষেতের সামনে মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের সদস্য মো. হাদিউজ্জামান হাদি, ক্ষতিগ্রস্ত মালিক প্রভাস দাস, মাউলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ জাকারিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সবুজ কুমার দাস, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রদ্যুৎ দাস, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সুনীল দাস, অপর্ণা রানী দাস প্রমুখ।

নড়াইল জেলা পরিষদের সদস্য মো. হাদিউজ্জামান হাদি এ ধরনের ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করা হোক যাতে আর কেউ এ ধরনের ঘটনা না ঘটায়।’

ক্ষতিগ্রস্ত পানচাষি প্রভাস দাস অভিযোগ করে বলেন, ‘আমি ২৬ শতক জমিতে পানের চাষ করেছি। কিন্তু গ্রাম্য শত্রুতার জন্য একই গ্রামের সুব্রত দাস, নন্দদুলাল পাল, অমিত পাল, সমির দাস কৃষ্ণ দাস, সঞ্জয় দাস, হারান দাসসহ আরো অনেকে আমাকে হত্যার হুমকি দিয়েছিল। তারাই আমার পানের বরজে আগুন দিয়েছে। এতে আমার অন্তত পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে।’

এসব অভিযোগ অস্বীকার করে সুব্রত দাস বলেন, ‘আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’