শপথ নিলেন বেড়া পৌরসভার মেয়র ও কাউন্সিলররা
বিভাগীয় কমিশনারের কাছে শপথ নিলেন পাবনার বেড়া পৌরসভার নির্বাচিত মেয়র অ্যাডভোকেট এ এস এম আসিফ শামস্ রঞ্জন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট এ এস এম আসিফ শামস্ রঞ্জন ও ১৩ জন কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির।
এ সময় ছিলেন স্থানীয় সরকার রাজশাহী বিভাগীয় উপপরিচালক ড. চিত্র লেখা নাজনীন, স্থানীয় সরকার রাজশাহী বিভাগীয় পরিচালক জিয়াউল হক, বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আকতার প্রমুখ।
শপথ নেওয়া ওয়ার্ড কাউন্সিলররা হলেন সংরক্ষিত ১ নম্বর পারভীন আকতার সীমা, সংরক্ষিত ২ নম্বর নাজমা খাতুন, সংরক্ষিত ৩ নম্বর নিলুফার রব লীনা। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ১ নম্বর ওয়ার্ডে আবু সাইয়িদ, ২ নম্বরে মিজানুর রহমান নান্না, ৩ নম্বরে শাহাদাত হোসেন, ৪ নম্বরে শামছুল আলম খান, ৫ নম্বরে আমিনুল ইসলাম, ৬ নম্বরে সোহেল মোল্লা, ৭ নম্বরে ওয়ার্ড আলমগীর হোসেন, ৮ নম্বরে রাইসুল ইসলাম তারেক, ৯ নম্বরে মোশরাফ হোসেন রান্টু, ১০ নম্বর ওয়ার্ডে স্বপন মোল্লা।
আজ সকালে নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা তাঁদের নেতাকর্মীর বহনকারী মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি বহর নিয়ে বিপুল উদ্দীপনা নিয়ে রাজশাহীতে শপথ নিতে যান।
গত ২৮ নভেম্বর আপন চাচা বর্তমান মেয়র আব্দুল বাতেনকে সাত গুণের বেশি ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন অ্যাডভোকেট এ এস এম আসিফ শামস্ রঞ্জন। রঞ্জন পাবনা-১ আসনের সাংসদ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর বড় ছেলে।