শফিউল বারী বাবুর মৃত্যুতে মহিলা দলের শোক

Looks like you've blocked notifications!

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।

নেতারা শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ ভোর ৪টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শফিউল বারী বাবু। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।  

শোক বার্তায় মহিলা দলের নেতারা বলেন, ‘মরহুম শফিউল বারী বাবু ছিলেন জাতীয়তাবাদী রাজনীতি তথা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর রাজনৈতিক দর্শন এবং নীতি ও আদর্শের একজন বীর সেনানী। তিনি স্বৈরাচারী শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দলের সব ক্রান্তিকালে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। সহ্য করেছেন সরকারের নানা জুলুম-নির্যাতন। তবু কখনো দলের আদর্শ থেকে বিন্দুমাত্র পিছপা হননি।’

‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে শফিউল বারী বাবু সবসময় তাঁর সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছিলেন অত্যন্ত সক্রিয়। তিনি ছিলেন একজন মেধাবী, সৎ, যোগ্য, দক্ষ, সাহসী ও বলিষ্ঠ নেতা।’

শফিউল বারী বাবু অত্যন্ত সজ্জন ও অমায়িক আচরণের অধিকারী একজন মানুষ ছিলেন উল্লেখ করে বিবৃতিতে নেতারা আরো বলেন, ‘তাঁর অকাল মৃত্যুতে আমরা বাকরুদ্ধ। দোয়া করি, মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্ত নসিব এবং শোক বিহব্বল পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’