শরীয়তপুরে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ২০

Looks like you've blocked notifications!
শরীয়তপুর জাজিরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহতদের একজন। ছবি : এনটিভি

শরীয়তপুর জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় বোমা হামলা ও সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বিলাশপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারীকান্দিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, বিলাশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাহের সরদার এবং একই উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আব্দুল কুদ্দুস বেপারীর সমর্থক মন্তাজ বেপারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রাব্বি, মান্নান মেম্বার, তোতা খান, সোহাগ বেপারী, তমিজ খাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ওই এলাকায় পাঁচটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাহের সরদার ও সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ বিষয়ে বিলাশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী বলেন, আগের একটি মারামারির ঘটনার জের ধরে আজ সকালে তাহের সরদারের সমর্থকরা দেশীয় অস্ত্র ও বোমা নিয়ে আমার লোকজনকে ধাওয়া করে। এ সময় আমার সমর্থকরা বাড়িতে এসে আশ্রয় নিলে তারা এখানেও হামলা করে।

বর্তমান চেয়ারম্যান তাহের সরদার মুঠোফোনে বলেন, আমি এখন ঢাকাতে, তাই এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না। যা সত্য তাই লিখেন।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি ও মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।