শরীয়তপুরে তলিয়ে গেছে ফসলি জমি, ঘরবাড়ি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/22/shariatpur_1.jpg)
শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বুধবার সকাল ৯টায় শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলায় বন্যার পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। উজান থেকে নেমে আসা বন্যার পানি এসে সদর নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ ও সদর উপজেলার পদ্মার তীর তলিয়ে যাওয়ায় তীরবর্তী চার উপজেলার ২৩ ইউনিয়ন ও পৌরসভার ২৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাট। বন্যার পানিতে তলিয়ে গেছে প্রায় কয়েকশ মাছের ঘের, পানের বরজ ও ফসলি জমি।
খামারিরা জানিয়েছেন, মাছের ঘের তলিয়ে যাওয়ায় কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। প্রতিদিনই নতুন নতুন এলাকায় ঢুকে পড়েছে বন্যার পানি। পানিবন্দি মানুষের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।