শরীয়তপুরে বজ্রাঘাতে নিহত ৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/03/26/photo-1525454999.jpg)
বজ্রপাতের ফাইল ছবি
শরীয়তপুরের নড়িয়ায় ঘরিষারে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার (২৬ মার্চ) এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আজ সন্ধায় উপজেলার ঘরিষারের কুণ্ডের বাড়ির পাশে একটি মাছের ঘেরে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় ঝড়ো বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বজ্রাঘাতে তিনজন নিহত হন।
নিহতরা হলেন শাহিন শেখ (৩৫), সিরাজ ওঝা (৪০) ও শাহিন মোড়ল (৩৫)। নিহতরা সবাই উপজেলার ডিঙ্গামানিক গ্রামের বাসিন্দা।