শহীদ মিনারে হাসান আরিফের মরদেহে শ্রদ্ধা
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী হাসান আরিফের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ। আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তারা।
হাসান আরিফের মরদেহ আজ সকাল ১১টায় শহীদ মিনারে নিয়ে আসা হয়।
হাসান আরিফের মরদেহে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা বলেন, হাসান আরিফ নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে হাসান আরিফের মরদেহ চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গতকাল শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসান আরিফ।
গত ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়ে ভুগছিলেন ফুসফুস ও কিডনির নানা জটিলতায়। চার মাস লাইফ সোপোর্টে থেকে শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।