শাওনের মৃত্যু নিয়ে মিথ্যাচার করবেন না : ফখরুল

Looks like you've blocked notifications!
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন। ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শাওনের মৃত্যু নিয়ে আর মিথ্যাচার করবেন না। কারণ, তাঁর ডেথ সার্টিফিকেটে স্পষ্ট বলা হয়েছে—বন্দুকের গুলিতেই তার মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে ফখরুল এসব কথা বলেন।

মুন্সীগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় নিহত যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। নিহত যুবদলনেতা শহিদুল ইসলাম শাওনের বাবা তোয়াব সমাবেশে উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, ‘আজকে শাওনের বাবার কণ্ঠে আমরা আহাজারি শুনিনি, তাঁর চোখে অশ্রু দেখিনি। তাঁর চোখে আগুন দেখেছি। বজ্রকণ্ঠে তিনি বলছেন—আমি আপস করব না।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘শাওনের বাবাকে ভয় দেখানো হচ্ছে। বলা হচ্ছে, তুমি বলো—পিছন থেকে ইটের আঘাতে সে (শাওন) মারা গেছে। তুমি বলো—তাকে বিএনপির লোকেরাই মেরেছে।’ 

ফখরুল বলেন, ‘শাওনের যে ডেথ সার্টিফিকেট তাতে পরিষ্কার করে বলা হয়েছে যে, মেসিভ ব্রেইন ইনজুরি ডিউ টু গান শট। বন্দুকের গুলিতেই তার মৃত্যু হয়েছে। তাই আর মিথ্যাচার করবেন না। মিথ্যাচার করে জনগণকে বোকা বানিয়ে রেখেছেন।’ 

ফখরুল বলেন, ‘আজকে রক্ত ঝরিয়ে, ভয় দেখিয়ে, খুন করে, বাড়িঘর পুড়ে দিয়ে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়। মুন্সীগঞ্জের শুধুমাত্র শাওনকে হত্যা করে ক্ষান্ত হননি। এরপরে তারা বিএনপির নেতার কারখানা জ্বালিয়ে দিয়েছে। বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এরপরে মুন্সীগঞ্জে একটি ত্রাসের রাজত্ব তৈরি করেছে। এভাবে সারা দেশে একটি ত্রাসের সৃষ্টি করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।’

বিএনপি মহাসচিব সরকারের উদ্দেশে বলেন, ‘পরিষ্কার কথা—এখনো সময় আছে পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করুন। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এবং তাদের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট গঠন করতে হবে।’

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনা সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, আব্দুস সালাম, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।