শাটলে চবি ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, আসামির কারাদণ্ড
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে শাহজাহান (৩৮) নামের বহিরাগত এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাত ৮টার দিকে হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসার ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ডাদেশ দেন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
অভিযুক্ত শাহজাহান ঢাকার সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
জানা গেছে, বুধবার বিকেলে শাটল ট্রেনে করে বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন ওই ছাত্রী। এ সময় শাহজাহান ওই ছাত্রীর পাশে বসে অশোভন কথাবার্তা বলতে থাকেন। তখন ট্রেনে থাকা অন্য শিক্ষার্থীরা শাহজাহানকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশের কাছে হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, ‘বিষয়টি জানার পর ওই শিক্ষার্থী ও অভিযুক্তকে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। উভয়ের বক্তব্য শুনে ভ্রাম্যমাণ আদালত শাহজাহানকে এক মাসের কারাদণ্ডাদেশ দেন।’